
কুড়িগ্রামের উলিপুরে চাঁদাবাজি মামলায় তবকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার(১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় তবকপুর ইউনিয়নের বামনেরহাট এলাকা থেকে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর উলিপুর থানার একটি চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলায় এজাহারভূক্ত পলাতক আসামি ছিলেন।
রোববার(১০ নভেম্বর) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।