
রোববার (১০ নভেম্বর) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিকের সঞ্চালনায় সুন্দরগঞ্জ ডিড রাইটার ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় ডাঃ মইনুল হাসান বলেন, হত্যা, খুন, গুম, অপহরণর ছিল আ’লীগের নিত্যদিনের কাজ। মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও বাস্তবে জনগণের ভোটাধিকার হরণ ও গণতন্ত্র ধংস করেছে আ’লীগ। বিগত সাড়ে ১৫ বছরে আ’লীগের গড়ে ওঠা বাকশালি অপশক্তিকে রুখে দিতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি মোজাহারুল ইসলাম, সহ সভাপতি অধ্যাপক ডাঃ জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভুইয়া নিপন,
সদস্য সচিব মিজানুর রহমান লিপু, যুগ্ন আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, নাহমুদুর রহমান রাসেল ও বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ ও মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।