ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার

ট্রাম্পকে নিয়ে কলাপাড়ার জ্যোতিষীর ভবিষ্যৎ বানীই সত্যি হলো: এলাকায় চাঞ্চল্য

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : অবশেষে সত্য প্রমানিত হয়েছে বাংলাদেশের জ্যোতিষী আবদুস সালামের ভবিষ্যত বানী। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এমন খবরে হৈচৈ পরে গেছে পটুয়াখালীর কলাপাড়া সহ এই অঞ্চলের মানুষের মধ্যে। এর আগে গত ২ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভবিষ্যত বানী দিয়েছিলেন আবদুস সালাম। তার ভেরিফায়েড ফেসবুকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে লিখে পোষ্ট দিয়েছিলেন। সেখান তিনি লিখেছিলেন, আসছে ৫ই নভেম্বর ২০২৪ ইং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, উক্ত নির্বাচনে মিঃ ডোনাল্ড ট্রাম্প ২০২৪ পরবর্তী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে পুনরায় হোয়াইট হাউজে যাবেন। এবং ভোট যুদ্ধে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পিছনে ফেলে বিজয়ের মুকুট ছিনিয়ে নিবেন। তিনি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট। মিঃ ডোনাল্ড ট্রাম্পকে তিনি আগাম অভিনন্দন জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বশেষ তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ২৭৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার জন্য তার ২৭০টি ভোটের প্রয়োজন ছিল।
এ বিজয়ের মাধ্যমে তিনি ২য় মেয়াদে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করলেন। চার বছর আগে পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। দ্বিতীয় দফার নির্বাচনে তিনি মার্কিন ক্যাপিটলে একটি সহিংস বিদ্রোহের জন্ম দিয়েছিলেন, অপরাধমূলক অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং দুটি হত্যা প্রচেষ্টার অভিযোগ থেকে বেঁচে যান। এবারের নির্বাচনে জনপ্রিয়তার বিচারে ট্রাম্প পেয়েছেন সাত কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৯৬৮ ভোট বা ৫১ দশমিক শূন্য দশমিক ৫ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিস পেয়েছেন ছয় কোটি ৬৭ লাখ ১৮ হাজার ৫০০ ভোট বা ৪৭ দশমিক ৪৬ শতাংশ ভোট।
জ্যোতিষী আবদুস সালাম বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আমার করা প্রেডিকসন সত্য হওয়ায় আল্লাহর কাছো শুকরিয়া আদায় করছি। শুধু যুক্তরাষ্ট্রই নয় এর আগে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা সহ বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে আমার করা প্রেডিকসন বাস্তবে পরিনত হয়েছিলো। আমি যেন সব বিষয়ের প্রেডিকসন করতে পারি এবং তা যে বাস্তবে পরিনত হয় তার জন্য সবার কাছে দোয়া চাই।
উল্লেখ্য জ্যোতিষী আবদুস ছালাম শিকদার ১৯৮২ সালের ২ এপ্রিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী জালাল উদ্দিন শিকদার। ছয় ভাই বোনের মধ্যে আবদুস সালাম দ্বিতীয় সন্তান। তিনি ২০১৪ সালে বাংলাদেশ একাডেমি অফ এ্যাস্ট্রোলোজি থেকে জ্যোতিষ শাস্ত্র বিষয়ের উপরে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুনঃ