
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুমকিতে বিএনপির উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার লেবুখালি – বগা মহাসড়কের থানাব্রীজ এলাকা থেকে র্যালি শুরু করে পিরতলা বাজার হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সড়ক হয়ে নতুন বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
এসময় অনান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার,সাবেক প্রচার সম্পাদক মোঃ সোলাইমান বাদশা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জাকির আলম, সাইদুর রহমান খান,আহসান ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, সেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অংগ সংগঠনের প্রায় সহস্রাধিক নেতা কর্মীর উপস্থিত ছিলেন।