ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

পুর্বআবুরখীল শান্তিময় বিহারে কঠিন চীবর দান ও ধর্মসম্মেলন অনুষ্ঠিত

রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঐতিহাসিক শতাব্দি প্রাচীন বৌদ্ধ বিহার পুর্বআবুরখীল তালুকদারপাড়া শান্তিময় বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব ও ধর্মসম্মেলন অনুষ্টিত হয়েছে । সারাদিন ব্যাপি এই অনুষ্ঠানে প্রথমপর্বে ছিল বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ১৭তম সংঘনায়ক ও শান্তিময় বিহারের প্রতিষ্ঠাতা আবুরখীল গ্রামের জম্মজাত প্রয়াত ভদন্ত দ্যুবরাজ মহাস্থবীর ও বিহারের নবরুপকার প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথের সহ প্রয়াত ভিক্ষু ও প্রয়াত দায়ক দায়িকাদের স্মরণে অষ্টপরিস্কার সহ সংঘদান ও ধর্মালোচনা অনুষ্ঠিত হয় ।এতে সভাপতিত্ব করেন আবুরখীল কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ভদন্ত অরুনানন্দ মহাথের । এতে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর গুজরা বিবেকরাম বিহারের অধ্যক্ষ তরুন সাংঘিক ব্যাক্তিত্ব সুদেশক ভদন্ত পুর্নানন্দ থের । পঞ্চশীল প্রার্থনা করেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বড়ুয়া । দুপুর ২ঘটিকায় শুরু হয় মুল অনুষ্ঠান কঠিন চীবর দান ও ধর্মসম্মেলন । শান্তিময় বিহার পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা স¤পাদক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ-উপকমিটির চেয়ারম্যান ধর্মদূত ভদন্ত সোবিতান্দ মহাথের । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সভাপতি মৈত্রীবারিধী ভদন্ত পরমানন্দ মহাথের । মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কঠিন চীবর দান উৎসবের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বুড্ডিস্ট মংক সোসাইটির সভাপতি সংঘসুহৃদ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের এম এ, এবং উদ্বোধনী ভাষণ প্রদান প্রদান করেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থেরো ।
আমন্ত্রিত অতিথিদের ফুল, উত্তরীয়সহ স্মারক সম্মাননা প্রদান করার পর স্বাগত ভাষন দেন বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া ও সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া । প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের নির্বাহী পরিচালক ভদন্ত তনহংকর থেরো । এতে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ভদন্ত সংঘানন্দ থেরো ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান খামার বাড়ী ধর্মদূত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরো । সদ্ধর্মদেশনায় অংশ নেন আবুরখীল মনোকামনা পুর্ন বিশ্বশান্তি বুদ্ধ ধাতু জাদীর প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত উকটঠা পঞঞা থেরো, মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুপলাবংশ থেরো,আবুরখীল দক্ষিন ঢাকাখালী গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মশ্রী ভিক্ষু, বড়িয়াখালী নালন্দা বিহারের অধ্যক্ষ দেবপ্রিয় ভিক্ষু , আবুরখীল ধর্মরাজ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মদর্শন থেরো প্রমুখ ।
কঠিন চীবর দান ও ধর্মসম্মেলনে পঞ্চশীল প্রার্থনা করেন অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা সলিল বিকাশ বড়ুয়া , ধন্যবাদ প্রদান করেন বিহার পরিচালনা কমিটির অর্থসম্পাদক কমল বড়ুয়া বাবুল ।
সবশেষে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা এবং সন্ধ্যায় হাজার প্রদীপ ও ফানুষ উত্তোলন করা হয় ।

শেয়ার করুনঃ