
পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য ৮০০ পিস ইয়াবাসহ আল-আমিন হোসেন মুন্না ও আনোয়ার হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে ঈশ্বরদী শহরের (১নং গেট) এলাকা থেকে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটককৃত আসামী আল-আমিন পাবনা সদর থানার কাশিপুর এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে এবং আনোয়ার হোসেন একই জেলার সুজানগর উপজেলার সুজানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (পাবনা-খ সার্কেলের) পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ঈশ্বরদী বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন আসামিদ্বয়কে তল্লাশি করলে তাদের নিকট হতে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের ঈশ্বরদী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।