
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে মুন্সিগঞ্জের অর্থায়নে বিভিন্ন ইউনিয়ন এর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আধুনিক জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ৭০০ কৃষককে ১০কেজি করে ব্রি ধান ৮৯ এর ভিত্তি বীজ বিতরণ কার্যক্রম করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণের সার্বিক ব্যবস্থাপনায় বীজ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মহিন উদ্দীন,শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম সহ উপজেলা কৃষি অফিসারের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।