
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত সরকার নতুন ভাবে চলবে। আগের স্বৈরাচার সরকার যেভাবে খুন,গুম, রাহাজানি ও চাঁদাবাজি করেছে তা থেকে বের হয়ে এসে কলংকমুক্ত নুতন বাংলাদেশ গঠন করাই গণ অধিকার পরিষদের মূল লক্ষ।তিনি আরও বলেন, আওয়ামী লীগের মতো একটা স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুণী এ গণহত্যাকারী রাজনৈতিক দলকে পরাজিত করে এই গণঅভ্যুত্থান যারা সফল করেছে আমরা আশা করি আমরা আশা করি, এই নাগরিকদের ভোটের মাধ্যমেই নতুন সূর্যোদয় হবে। রাজনীতি কোন জমিদারী বন্দবস্ত নয়। সাবেক এ ভিপি বলেন, উত্তরাধিকার সূত্রে কোন সাম্রাজ্য নয় যে, রাজার ছেলে রাজা হবে। এমপির ছেলে এমপি হবে।এসময় নূর আরও বলেন, আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গন অধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছরে প্রধানত দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিলো। যারা ক্ষমতায় গিয়েছে তারাই আইন- আদালত দলীয় করন করে। দলীয় নেতাকর্মীরা সুবিধা ভোগ করেছে। দেশের নাগরিকরা সেইভাবে সুযোগ সুবিধা পায়নাই। সম্ভাবনাময় পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কিভাবে বানিজ্যিক ভাবে আরও গতিশীল করা যায়। কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটি করা হবে।
পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদে’র সমন্বয়ক ফাতিমা তাসনিম, গণঅধিকার উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, সহ-সভাপতি আবু হানিফ রিদয় ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এসময় ছাত্র অধিকার ও যুব অধিকার সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।