ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার

পরকীয়ার জেরে স্বামী ও মেয়েকে হত্যা,মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর কারাগারে হামলা-ভাংচুর ও বিশৃঙ্খলার ঘটনায় জেল থেকে পালিয়ে যায় অনৈতিক সম্পর্কের জেরে স্বামী ও মেয়েকে হত্যা করা মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। এ ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি শাহিন মল্লিককে রাজধানীর ধানমন্ডি লেক এলাকা থেকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

মাহফুজুল আলম রাসেল জানান,গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)-এর একটি দল গতকাল (২৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রাজধানীর বাড্ডায় জামিল শেখ ও তার মেয়ে নুসরাত জাহানকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতাকৃত আসামির নাম শাহিন মল্লিক (৩৩)।

তিনি বলেন,অনৈতিক সম্পর্কের জেরে ২০১৭ সালের ২ নভেম্বর আসামি শাহিন মল্লিকের সহায়তায় আরজিনা বেগম তার স্বামী জামিল শেখ ও মেয়ে নুসরাত জাহানকে হত্যা করে। এ ঘটনায় নিহত জামিলের ভাই শেখ শামীম হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আরজিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক শাহিন মল্লিককে আসামি করা হয়। পরবর্তীতে মামলার বিচার শেষে গত বছরের ১৯ জুন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ২য় আদালত আসামিদের মৃত্যুদন্ড প্রদান করেন। এসময় গ্রেফতারকৃত শাহিন মল্লিক হত্যা মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন।

তিনি বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৬ আগষ্ট কাশিমপুর কারাগারে হামলা-ভাংচুর ও বিশৃঙ্খলার প্রেক্ষিতে তিনি জেল থেকে পালিয়ে আত্মগোপন করেন আসামি শাহিন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ মামলা দায়ের করেন।

সম্প্রতি দেশের বিভিন্ন কারাগার হতে পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারের জন্য মাঠে নামে এটিইউ। এর ধারাবাহিকতায় এটিইউ কর্তৃক গোয়েন্দা নজরদারির পর শাহিন মল্লিক এর অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত আসামিকে জিএমপি’র কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ