
ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহিদ ছাত্র জনতার স্বরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ অক্টোবর শনিবার বিকাল ৩টায় মমিন খাঁর হাট মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই খেলার আয়োজন করা হয়।
২ নং চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজমের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ,
আরো উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপি’র সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, বিশিষ্ট ব্যবসায়ী মজিবর মাতুব্বর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, জেলা মহিলা দলের সভাপতি নাজরীন চৌধুরী সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোলাপবাগ একাদশ বনাম সিএনজি একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে এবং ১-০ গোলে গোলাপবাগ একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন সিএনজি একাদশ খেলায় মোট ১২ টি দল অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফরিদপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী দলের সভাপতি মির্জা প্রিন্স আলী।