
নাঈম হোসেন রায়পুর, স্টাফ রিপোর্টার:
২০০৬ সালের ২৮ অক্টোবর লগী বৈঠার তান্ডব চালিয়ে নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবীতে লক্ষ্মীপুরের রায়পুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী।
২৭ অক্টোবর ( রবিবার) বাদ আসর রায়পুর বড়ো মসজিদ থেকে মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমান চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে লক্ষ্মীপুর জেলা আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, রায়পুর উপজেলা আমির মাওঃ নাজমুল হুদা, সেক্রেটারি এড. আব্দুল আউল রাসেল, পৌর আমীর হাফেজ ফজলুল করিম, সেক্রেটারি এড.কামাল উদ্দিনসহ সকল ইউনিয়ন জামায়াতের-শিবিরের বিভিন্ন ইউনিটের কর্মীবৃন্দসহ ১০ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমীন ভুঁইয়া বলেন, আওয়ামীলীগ দেশে খুনীর রাজত্ব কায়েম করেছে তারা ক্ষমতায় থাকলে দেশে সন্ত্রাসী তান্ডব চালায়, মানুষ খুন করার রাজত্ব করে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করছি এবং আগামীতে আওয়ামী খুনীদেরকে কোথাও ঠাঁই দেওয়া হবে না।
বিক্ষোভ মিছিল শেষে রায়পুর ওসমান চত্বরে বক্তব্য কালে উপজেলা আমীর মাওলানা নাজমুল হুদা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী খুনীরা লগী বৈঠার তান্ডব চালিয়ে যে গণহত্যা করেছে সেই আওয়ামী খুনীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করছি তাদেরকে আর নতুন করে কোন গুমখুনের সুযোগ দেওয়া হবে না।