
পটুয়াখালীতে সন্ত্রাসীদের কর্তৃক আউলিয়াপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন রানা চৌকিদার ও তার বৃদ্ধ পিতা আঃ ছালাম চৌকিদারের উপর নৃশংস হামলার প্রতিবাদ ও অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।জানা গেছে, ২৬ অক্টোবর শনিবার শনিবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে উক্ত আহতদের পরিবারবর্গের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্য রাখেন গুরতর আহত মহিউদ্দিন রানা চৌকিদার এর বড়ভাই কাওসার আহমেদ সোহেল চৌকিদার। এসময় আহত মহিউদ্দিন রানা চৌকিদার এর আত্মীয় স্বজন ও পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।