ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইলে ছাত্র আন্দলনে হামলার ৩টি মামলায় ৪৮ জন কারাগারে
বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ঘোড়াঘাটে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারী ‘আরজন ‘গ্রেফতার
শিক্ষা বিষয়ক বিশেষ প্রবন্ধ: শিক্ষার্থীদের জীবন গঠনে শৃঙ্খলাবোধ
পাঁচবিবিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
আত্রাইয়ে ১ হাজার ৮’শত কৃষককে বিনামূল্যে প্রনোদনার সার ও বীজ বিতরণ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান

বিরামপুরে সাবেক এমপি শিবলী সাদিকসহ ১১৩জনের বিরুদ্ধে হত্যা মামলা

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিরামপুরে দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিকসহ ১১৩ জন নামীয় ও অজ্ঞাত আরো ৩ শতাধিক আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে গত শুক্রবার (২৫ অক্টোবর) বিরামপুর দিনাজপুর জেলার উপজেলার ২নং কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের সাহের উদ্দিন সরকারের পুত্র বিপ্লব আলম বিলু বাদী হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে প্রকাশ, গত ০৫ /০১/ ২০২২ইং তারিখে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালিয়াতি করে আওয়ামী লীগের দলীয় ইউনিয়ন সভাপতি ইউনুস আলী মন্ডল বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজির হোসেনের কর্মী রশিদুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ না করার কারণে কাঠলা হাই স্কুল মাঠে দিনাজপুর-৬ এর সাবেক এমপি শিবলী সাদিকের উপস্থিতিতে সংবর্ধনা সভায় আওয়ামীলীগ সমর্থিত বর্তমান পালাতক চেয়ারম্যান ইউনুস আলী মন্ডলের নেতৃত্বে এজাহার নামীয় আসামিরা প্রকাশ্যে দিবালোকে কাটলা হাই স্কুল মাঠের সংবর্ধনা সভায় রশিদুল ইসলাম (২৫) কে হাইস্কুল মাঠে ধরে এনে প্রকাশ্যে নির্বাচনী কাজ না করার অজুহাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে, হত্যা নিশ্চিত জেনে স্কুল মাঠে ফেলে দিয়ে আসামিরা বিজয়ী সংবর্ধনার অনুষ্ঠান শেষ করে চলে যায়।

উল্লেখ্য সাবেক এমপি শিবলী সাদিকের নির্দেশে ভিকটিমের পরিবারের কোন সদস্য ভয়ে সময় কেউ মুখ খুলতে পারেনি। এমনকি সাবেক এমপি শিবলী সাদিকের নির্দেশে রশিদুল ইসলামের লাশ পরিবারের সদস্যরা পোস্টমর্টেম ছড়ায় দাফন করতে বাধ্য হয়। আওয়ামী লীগের ক্ষমতার দাপটে দুই বছর যাবত রশিদুলের পরিবার হত্যার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। আওয়ামীলীগের ক্ষমতার দাপটে বিরামপুর থানা পুলিশ সে সময় ভিকটিমের পরিবার হত্যা মামলা দায়ের করতে পারেনি বলে ভিকটিমের পরিবারের অভিযোগ। ৫ আগস্ট/২৪ইং আওয়ামীলীগ সরকারের পতনের পর সাবেক এমপি বন খেকো শিবলী সাদিক আত্মগোপনের দুই বছর পর গত শুক্রবার (২৫ অক্টোবর) রাশেদুল এর আত্মীয় বিপ্লব আলম বাদী হয়ে বিরামপুর থানায় ১১৩জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামী হলেন দিনাজপুর-৬ আসন এর সাবেক এমপি শিবলী সাদিক, বিরামপুর পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, আওয়ামী লীগের নেতা বর্তমানে পলাতক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল, চেয়ারম্যান রহমত আলী, চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সভাপতি নাড়ুগোপাল কুন্ডু, যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পদ মোস্তাফিজুর রহমান ফিজু, সাবেক পৌর কাউন্সিলর মাহবুব আলম বকুল, সাবেক ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, সাবেক ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, সদ্য নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্বদেশ কুন্ডু, আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক লীগের নেতা চন্দন, খোরশেদ আলম মানিক, মুকুট,মামুনুর রশিদ মামুন, আব্দুর রাজ্জাক মাস্টার, বুলবুল সরকার, আবু মুসা সরকার, আরিফুল ইসলাম আরিফ সহ ১১৩জন নামীয় ও অজ্ঞাত আওয়ামী লীগের ৩ শতাধিক নেতাকর্মীকে আসামী করে বিরামপুর থানায় ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ ধারায় প্যানেল কোড ১৮৬০-এ একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নাং-১৮, তাং ২৫/১০/২৪ইং।

থানা সুত্রে জানা যায়, দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলি সাদিক এর বিরুদ্ধে বিরামপুর থানায় ২টি, নবাবগঞ্জ থানায় ৩টি, ঘোড়াঘাট থানায় ২টি, হাকিমপুর থানায় ৩টি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।৫ আগস্ট/২৪ইং আওয়ামীলীগ সরকারের পতনের পর সাবেক এমপি বর্তমানে আত্মগোপনে আছেন।এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুর রহমান জানান, হত্যা মামলাযর নামীয় ও অজ্ঞাত সকল আসামিদের গ্রেপ্তারে পুলিশি জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ