
সিরাজগঞ্জের সলঙ্গায় কিশোরীদের ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সদরের মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার ও কল্যাণ কর্মকর্তার নির্দেশে নজরুল ইসলাম এসআই, মজিবর রহমান এইচআই, মিনহুন নাহার এইচএ,নজরুল ইসলাম এইচএ,আবু মুসা ভিএইচভি উপস্থিত ছিলেন।
এর আগে টিকা প্রদান উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠান প্রধান জনাব মোস্তফা জামান,নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নানাবিধ দিক নির্দেশনামূলক আলোচনা করেন স্বাস্থ্য সহকারী মিনহুন নাহার। আজ ১ম দিন মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের ১৭ জন, সলঙ্গা ফাজিল মাদ্রাসার ১৫৪ জনসহ মোট ১৭১ জন কিশোরীদেরকে এই টিকা প্রদান করা হয়েছে।