
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)
প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা র্নিবাহী অফিসার রফিকুল ইসলাম।র্দীঘ দেড় যুগ পরিত্যক্ত বিএস কোর্য়াটারে নিরাপত্তাহীন ও মানবেতর জীবন যাপনের পর ইউএন‘ও‘র দেওয়া একটি পাকা সরকারি ঘর পেল ঘোড়াঘাটের সেই স্বামী পরিত্যক্তা গৃহহীন রাহেলা বেগম। সরকারি ঘর পেয়ে খুশি রাহেলা।মঙ্গলবার (২২ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময়েরস্বামী পরিত্যক্তা গৃহহীন রাহেলা বেগম একটি পাকা সরকারি ঘরপেয়ে বেশ সুখেই দিনাতিপাত করছেন।জানা গেছে, বৃদ্ধা রাহেলার প্রথম স্বামী চান মিয়া এক ছেলে সন্তান রেখে মারা গেলে উপজেলার সাতপাড়া গ্রামের শুকরান আলীর
ছেলে শহিদুল ইসলামের সাথে রাহেলার বিয়ে হয়।এরপর দ্বিতীয় স্বামীর সংসারেও তার একটি পুত্র সন্তান জন্মহয়। রাহেলা বিয়ের ৩/৪ বছর পর ১ম স্বামীর ছেলে আব্দুর রহিমের বিয়ে দেন। এক বছর পর রহিমও একটি পুত্র সন্তান লাভ করে। রহিমের ছেলের বয়স যখন ২ বছর তখন সেও মারা যায়। এ সময় রাহেলার ২য় স্বামীর সন্তান বাবলুমিয়ার বয়স ৬ বছর। বিয়ের ৬ বছর সংসার করার পর স্ত্রী-সন্তানকে রেখে নিরুদ্ধেশ হয় রাহেলার ২য় স্বামী শহিদুল। এ সময় ঘরে এক পুত্র ও এক নাতির ভরণ পোষণের দায়িত্ব পড়ে যায়। রাহেলা জীবন জীবিকার তাগিদে সাত পাড়া গ্রাম থেকে দ্বিতীয় পক্ষের সন্তান ও ১ম পক্ষের মৃত সন্তানের ছেলে আমিরুল ইসলামকে নিয়ে উপজেলার রাণীগঞ্জ বাজারে আসেন।
তার কোথাও থাকার স্থান না হওয়ায় রানীগঞ্জের দক্ষিণ দেবীপুর
গ্রামে অবস্থিত পরিত্যক্ত সিংড়া ইউনিয়ন বিএস কোর্য়াটারে আশ্রয় নেন। খসে পড়া ছাদের সিমেন্ট, বৃষ্টি হলেই ছাদ থেকে চুয়ে
চুয়ে পড়া পানি এর মধ্যেই র্দীঘ প্রায় দেড় যুগ মানবেতর ও
নিরাপত্তাহীন জীবন যাপন করতে থাকে। বিষয়টি ঘোড়াঘাট উপজেলার র্নিবাহী র্কমর্কতা রফিকুল ইসলামের দৃষ্টি গোচর হয়। উপজেলা র্নিবাহী র্কমর্কতা পরর্বতীতে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের হরিপাড়া বাজারের পশ্চিমে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে গৃহহীন রাহেলা বেগমকে সরকারিভাবে বরাদ্দকৃত ঘর ও ঘরের চাবি নিজে হস্তান্তর করেন। রাহেলা বেগমের সাথে কথা হলে জানান,আমি এখন অনেক সুখে
আছি। জীবন যাপনের নিরাপত্তা পেয়েছি। বাকি জীবনটা
আপনাদেরকে দোয়া করেই যাবো। এ বিষয়ে উপজেলা র্নিবাহী র্কমর্কতা রফিকুল ইসলামের সাথে কথা হলে এ প্রতিবেদককে বলেন, বিষয়টি আমি র্পূব থেকেইঅবগত ছিলাম। পরর্বতীতে আপনাদের মাধ্যমে আরও বিশদ জানতে পেরে সরেজমিনে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।