
লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের আওতায় দীর্ঘ ৪ বছর প্রতীক্ষার পর পার্বতীপুর- রমনা রুটে পুন:রায় লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। নতুন করে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্টেশনে স্টেশনে উল্লাস প্রকাশ করেছে যাত্রী সাধারণ। প্রায় চার বছর আগে ২০২০ সালের নভেম্বর মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেলপথ সংস্কারের অভাব ও লোকসান দেখিয়ে উল্লেখিত রুটে লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এতে করে রৌমারী, চিলমারী, রাজিবপুর,উলিপুর ও কুড়িগ্রামের ব্যবসায়ীসহ যাত্রী সাধারণ চরম বিপাকে পড়ে।
এরকম পরিস্থিতিতে রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির নেতৃত্বে এলাকায় ট্রেনটি পুন:রায় চালুর জন্য জোরালো আন্দোলন গড়ে ওঠে। গণমানুষের আন্দোলনের প্রতি দীর্ঘদিন পরে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকৃষ্ট হওয়ায় (২১ অক্টোবর) সোমবার পার্বতীপুর- রমনা রুটে লোকাল ট্রেন পুন:রায় চলাচল শুরু হয়।
আগে থেকেই ট্রেন চলাচলের ঘোষণা দেয়ায় কাউনিয়া, তিস্তা,রাজারহাট, কুড়িগ্রাম, দুর্গাপুর, উলিপুর ও রমনা রেলস্টেশনে রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত হয়ে করতালির মাধ্যমে নতুন করে চলাচল শুরু ট্রেনটিকে স্বাগত জানায়।
পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনা গামী লোকাল ট্রেনটি উলিপুর রেল স্টেশনে পৌছায় সকাল ১১ টা ৪০ মিনিটে।
এ সময় ট্রেন থেকে নেমে আসেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ট্রাস্টি নাহিদ হাসান নলেজ, লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা (ডিআরএম) আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় স্থানীয় রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির সদস্যরা রজনীগন্ধা ফুল দিয়ে অতিথিদের স্বাগত জানান।
এর আগে উলিপুর রেল স্টেশন প্লাটফর্মে রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, গণ কমিটি উলিপুর শাখার সভাপতি আপন আলমগীর, সাধারণ সম্পাদক নূর আমিন, উলিপুর প্রেসক্লাবের আহ্বায়ক তৈয়বুর রহমান, যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান, সাংবাদিক সহিদুল আলম বাবুল, পৌর গণ কমিটির সভাপতি আবুল হাসানাত রাজিব, সিনিয়র সহ সভাপতি পৌর গণ কমিটি মতলেবুর রহমান, পৌর কমিটির সদস্য মাহমুদুল হাসান বিপুল, শাহিন মিয়া, রেজাউল করিম রাজু প্রমূখ।