
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বিগত সরকারের আমলে এই জাতি ছিল গণতন্ত্রহীন আইনের শাসনের বাইরে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে দেশের মানুষ দল-মত নির্বিশেষে জুলুম নির্যাতনের শিকার হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাসন ব্যবস্থার সকল স্তরে, অযোগ্য ও অসৎ নেতৃত্বের বদলে, আল্লাহ ভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য গণতান্ত্রিক পন্থায় অগ্রসর হচ্ছে এ আদর্শকে সামনে রেখে, আজ বিকাল ৩ টায় খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী কাছারী বাড়ী বাজার সংলগ্ন বালুর মাঠে কয়রা উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতে ইসলামী
যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উত্তর বেদকাশি ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার নূর কামালের সভাপতিত্বে ও জামায়াত নেতা মাওঃ সুজা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওঃ গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ওয়ালী উল্লাহ, অধ্যাপক নুরুজ্জামান, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ।
এছাড়া বাগালি ইউনিয়ন আমীর মাওলানা রফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, আনোয়ার হোসেন, কয়রা বাজার সভাপতি সরদার জুলফিকার আলম, উত্তর বেদকাশির সাবেক আমীর মাওলানা শাহাদাত হোসাইন, যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম ও ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী সমন্বয়ক মোশাররফ হোসেন রাতুল প্রমুখ বক্তৃতা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ১৮ বছর ধরে বাংলাদেশের মানুষ শোষণ, শাসন, আর চরম বৈষম্যের শিকার হয়েছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে যে অমানবিক আচরণ করেছে তার কর্মকান্ডের ফল হিসেবে ৫ ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশের মানুষ আর এই স্বৈরাচারী সরকার দেখতে চায় না। সন্ত্রাস ও বিশৃঙ্খলার। মাধ্যমে জাতিগঠণমূলক ও সমাজ পরিবর্তনের কাজ হতে পারে না। তাই জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথেই সরকার পরিচালনার দায়িত্ব নিতে চায়। ইসলামী আদর্শ ও ব্যক্তিত্বের জনসমর্থন নিয়ে ইসলামের সত্যিকার বিজয় সম্ভব। এই ভূমিকা পালন করতে পারলেই বাংলাদেশে ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ্।