ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইলে ছাত্র আন্দলনে হামলার ৩টি মামলায় ৪৮ জন কারাগারে
বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ঘোড়াঘাটে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারী ‘আরজন ‘গ্রেফতার
শিক্ষা বিষয়ক বিশেষ প্রবন্ধ: শিক্ষার্থীদের জীবন গঠনে শৃঙ্খলাবোধ
পাঁচবিবিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
আত্রাইয়ে ১ হাজার ৮’শত কৃষককে বিনামূল্যে প্রনোদনার সার ও বীজ বিতরণ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান

যুবক হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন – ১জনকে আটক করেছে শ্রীমঙ্গল পুলিশ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চা বাগান থেকে উদ্ধার করা টমটম চালকের হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এ ঘটনার ২৪ ঘন্টার ভিতরেই রুবেল আহমদ সাগর ওরফে জসিম নামের এক ঘাতককে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তিতপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

বুধবার ১৬ অক্টোবর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌকির আহমেদ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিমকে সনাক্ত ও আটক করেন। পরে জসিমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সাথে জড়িত রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করে।

পরবর্তীতে নিহত টমটম চালক আবুল খায়েরের স্ত্রী সুমনা আক্তার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার রহস্য উদ্ঘাটন করতে গ্রেপ্তারকৃত জসিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে সে পুলিশকে জানায় ঘটনার সময় তার সাথে আরও ৩/৪জন ছিল। তারা ১৪ অক্টোবর রাত ৯টারদিকে আবুল খায়েরের টমটমটি ছিনতাইয়ের উদ্দেশ্যে কালীঘাট চা বাগানের নির্জন স্থানে নিয়ে যায়। আবুল খায়েরের কাছ থেকে জোর করে টমটম ছিনিয়ে নিতে চাইলে সে বাধা দেয়। এসময় আবুল খায়ের ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকে ধারালো অস্ত্র (চাকু) দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে টমটম নিয়ে পালিয়ে যায় তারা।

গ্রেপ্তারকৃত জসিমের স্বীকারোক্তির পর বুধবার রাত ৪ টারদিকে পুলিশ জসিমের বাসা থেকে ঘটনার সময় পরিহিত রক্ষামাথা সার্ট-প্যান্ট শনাক্ত করে আলামত হিসেবে জব্দ করে পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার ১৫ অক্টোবর শ্রীমঙ্গল কালীঘাট চা বাগান থেকে টমটম চালক আবুল খায়েরের মরদেহ উদ্ধার করে পুলিশ। আবুল খায়েরের মরদেহ উদ্ধারের পর ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হোসেন এর নির্দেশে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে কাজ শুরু করে পুলিশ।

এ ঘটনার ২৪ ঘন্টার ভিতর টমটম চালকের মৃত্যুর রহস্য উদঘাটনসহ আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে শ্রীমঙ্গল থানা।

শ্রীমঙ্গল অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, বুধবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুনঃ