
২০২৪ সালের এইচ এসসি পরীক্ষায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এ প্লাস পেয়েছেন সাংবাদিক কন্যা ইসরাত জাহান পুস্প। তাঁর বাবা মোঃ কামরুজ্জামান হেলাল দৈনিক সোনালী খবর ও সকালের খবর নিউজ পোর্টাল’র পটুয়াখালী জেলা প্রতিনিধি এবং মা আদর্শ গৃহিণী।
সাংবাদিক কন্যা ইসরাত জাহান পুস্প’র এইচএসসি পরীক্ষার এ ফলাফলে তাঁর পরিবারের সকল সদস্য বৃন্দ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত:২০২২ সালের এস এস সি পরীক্ষায় ইসরাত জাহান পুস্প পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫পেয়েছেন।