
দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হয়েছে মিরপুর ১০ মেট্রোরেল স্টেশন। এতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু,উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান একথা জানান।
তিনি বলেন,আমাদের মিরপুর-১০ স্টেশন চালু করতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। তবে যেহেতু অন্যান্য স্টেশনগুলো থেকে অনেক যন্ত্রাংশ এনে এখানে সংযোজন করেছি তাই সে সব যন্ত্রাংশ আমদানি সহ আমাদের দুই স্টেশনে মোট খরচ হবে ১৮ কোটি ৮৫ লক্ষ টাকা। সেখানে আরও কিছু বেশি যন্ত্রাংশও থাকবে।
এছাড়া গত ২০ সেপ্টেম্বর ২২ লাখ টাকার প্রাথমিক ব্যয়ে কাজিপাড়া স্টেশনটি চালু করা হয়।
ডিআই/এসকে