
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে ” আগামী প্রজন্মকে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও দুর্যোগ বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে দূর্যোগ বিষয়ক মাঠ মহড়ায় দুর্যোগ মোকাবেলায় সচেতনতা মহডায় করনীয় সম্পর্কে অংশ নেয় মোরেলগঞ্জ রেড ক্রিসেন্টের মাঠ কর্মী ও ফায়ার সার্ভিস কর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ। ( ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বদরুদ্দোজা এর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লা আল জাবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।