
রাজধানীতে তুষার নামে অপহৃত ৫ম শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহরিয়ার রহমান নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের-১০ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।
র্যাব জানিয়েছে,গত ৫ সেপ্টেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর এলাকার রুবেলের ৫ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্র তুষার (১০) তার মায়ের সঙ্গে তার নানা বাড়ি কদমপুরে বেড়াতে যায়। তার কয়েকদিন পর গত ১৯ সেপ্টেম্বর বিকেলে তুষার কদমপুর প্রাইমারি স্কুল মাঠে খেলতে যায়।
কিন্তু বাড়িতে না ফিরলে তুষারের পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। কোথাও কোনো সন্ধান না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে গত ২৪ সেপ্টেম্বর তুষারের নানি নাসিমা বেগমের ব্যবহৃত মোবাইল ফোনে একটি ইমো আইডি থেকে ফোন করে তুষারকে অপহরণের বিষয়টি জানায় এবং প্রথমে তুষারের খাওয়া-দাওয়ার খরচ বাবদ ৭ হাজার টাকা দাবি করে।
র্যাব আরও জানায়,পরে শিশুটির নানি সেই ব্যক্তিকে ৭ হাজার টাকা পাঠান। এরপর গত ২ অক্টোবর আবারও ইমো আইডি থেকে কল করে ২ লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় তুষারকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেওয়া হয়। এবার শিশুটির পরিবার ২ লাখ টাকা পাঠায়। কিন্তু শিশু তুষারকে ফেরত না দিয়ে আবারও ২ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এবার শিশুটির বাবা অপহরণকারীর সাথে দেখা করে এবং দেড় লাখ টাকা দেয়। সবশেষে তারা বিষয়টি র্যাবকে জানালে অভিযান চালিয়ে কাপ্তান বাজার এলাকা থেকে অপহরণকারী শাহরিয়ার রহমানকে (১৯) গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় শাহরিয়ারের ভাড়া করা একটি ৫ম তলা বিশিষ্ট বাড়ির ৩য় তলার একটি কক্ষ হতে অক্ষত অবস্থায় তুষারকে উদ্ধার করা হয়।
এসময় বাসা থেকে মুক্তিপণের ৫০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
ডিআই/এসকে