
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ঝলই শালশিরী ইউ’পির সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম (৮১) মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন) । গত শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের মোটাপাড়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মরহুমের নিজ বাড়ি আঙ্গীনায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাড়ির পাশ্বে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
খোরশেদ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সহ জেলা ও বোদা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ জানান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপিতে যোগ দান করেন তিনি। আজীবন ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন এ নেতা।