
পঞ্চগড়ের বোদায় ৯৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমীর মধ্যে দিয়ে রবিবার (১৩ অক্টোবর) সমাপ্ত হয়েছে। এবার উৎসবমূখর পরিবেশে সব রকম শঙ্কা কাটিয়ে প্রশাসনের সুষ্ঠু তদারকিতে উপজেলার ৯৪ টি পূজা মন্ডপে দুর্গা উৎসব পালন করেছে সনাতন ধর্মালম্বীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির জানান, সব রকম শঙ্কা কাটিয়ে উপজেলার ৯৪টি পূজা মন্ডপে সনাতন ধর্মলম্বীরা তাদের ধর্মীয় রীতি অনুসারে নির্ভয়ে পূজা পালনে ব্যস্ত সময় পার করেছে। ঢাক ঢোল উৎসবে মেতেছিল তারা। ইনশাল্লাহ শঙ্কা মুক্ত ভাবে দশমী শেষ হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটির পক্ষ হতে পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন করায় সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।
বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, আমাদের ফোর্স উপজেলার সব পূজা মন্ডপে নিরাপত্তায় সার্বক্ষণিক ডিউটি পালন করেছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে দুর্গা উৎসব সম্পন্ন হয়েছে।
এদিকে বিএনপি-জামায়াত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পূজা মন্ডপ গুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে তারা দায়িত্ব পালন করেছেন। বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ ফরহাদ হোসেন আজাদ উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপ গুলোতে পরিদর্শন করেছেন।