
সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই ভারতীয় নাগরিক আটক হয়েছে। শুক্রবার( ১১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাউতলা এলাকা থেকে বিজিবি তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার মান্নান মিয়া ছেলে মুন্না মিয়া (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করার হয় চলছে।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃতরা অবৈধ পথে বাংলাদেশে আসে। ব্যক্তিগত কাজে তারা বাংলাদেশে আসেন বলে বিজিবিকে জানিয়েছে।