
প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ত্রান তহবিলের আর্থিক চেক হস্তান্তর অনুষ্ঠান পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর বুধবার পটুয়াখালী শহরের সিএন্ড বি রোডের সিটি সেন্টারের নিচতলায় এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ,পটুয়াখালী সদর উপজেলা শাখার সভাপতি হুমায়ুন চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ ( শাহজাহান ভূইয়া)’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী আশরাফ, সাবেক সহ-সম্পাদক, কেন্দ্রীয় উপ- কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলাদেশ বুলেটিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজী,বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী সদর উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ জাফর, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পটুয়াখালী জেলা শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শামিমুজ্জামান কাশেম, মহিলা আওয়ামী লীগ,মির্জাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মাহবুবা মোর্শেদা রানু, বাংলাদেশ আওয়ামী লীগ,কমলাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আবদুর রাজ্জাক হাওলাদার ও বাংলাদেশ আওয়ামী লীগ, আউলিয়াপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক প্রভেসর মোঃ জাকির হোসন সহ আওয়ামী লীগ ও ছাত্র লীগের একাধিক নেতৃবৃন্দ। এসময় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ত্রান তহবিলের আর্থিক অনুদানের চেক ৮০ জন সুবিধা ভুগীর মাঝে বিতরণ করা হয় বলে জানা যায়।