ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার

র‍্যাব-৭ এর অধিনায়ক চট্টগ্রাম শারদীয় দূর্গা পুজা উপলক্ষে পুজা মন্ডপ পরিদর্শন-শুভেচ্ছা বিনিময়

সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পূজা ২০২৪ উদযাপন উপলক্ষে দায়িত্বাধীন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা অব্যাহত রয়েছে। গত ০৯ অক্টোবর ২০২৪ইং তারিখ হতে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু হয়েছে এবং ১৩ অক্টেবর ২০২৪ ইং তারিখে বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে দূর্গা পূজা উদযাপন এর সমাপ্তি ঘটবে।

শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং এর ফলে র‍্যাব-৭, চট্টগ্রাম এর দায়িত্বাধীন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-৭, চট্টগ্রাম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর ২০২৪ইং তারিখে অধিনায়ক, র‌্যাব-৭, চট্টগ্রাম দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের ভৈরব বাড়ি প্রাঙ্গণ, মহাজন ঘাটাস্থ ২টি পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালীন সময়ে দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী সুজন কুমার শীল এবং সাধারণ সম্পাদক শ্রী সৈকত মহাজন সাজু’র সাথে মন্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে অধিনায়ক, র‍্যাব-৭, চট্টগ্রাম আলোচনা করেন এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা পরিলক্ষিত হওয়া মাত্র র‌্যাব-৭, চট্টগ্রাম’কে অবগত করার জন্য অনুরোধ জানান। এছাড়াও গত ১১ অক্টোবর ২০২৪ইং তারিখে র‌্যাব-৭, চট্টগ্রামের পক্ষে সিপিসি-১, ফেনী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফেনী জেলার ফেনী পৌরসভার ট্রাংক রোডস্থ জয়কালী মন্দির এবং মাস্টার পাড়া রোডস্থ গুরু চক্র মন্দির পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালীন সময়ে মন্ডপের সভাপতি স্বপন ভৌমিক ও কৃষ্ণপদ চন্দ’র সাথে মন্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে কোম্পানি কমান্ডার, সিপিসি-১ আলোচনা করেন এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা পরিলক্ষিত হলে র‌্যাব-৭, ফেনী ক্যাম্পকে অবগত করার জন্য অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ সমূহে বিশেষ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র‌্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। এছাড়াও পূজা উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে র‌্যাবের বিশেষ চেকপোস্ট পরিচালনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালে তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাবের বিশেষ টিম নিয়োজিত রয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিশেষ চেকপোস্ট স্থাপন এবং টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠুভাবে দূর্গা পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রতিটি মন্ডপে নিয়োগকৃত স্বেচ্ছাসেবকদের সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুনঃ