
ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের রহিমপুর দাসপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেছে সাহাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নেফাউর রহমান রাজু’র নেতৃত্বে নেতাকর্মীরা পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এ্যাডঃ জিয়াউর রহমান (মনিরুল), পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, বিএনপি নেতা আক্কাস বিশ্বাস, মোহন সরদার, আরিফুজ্জামান, আফজাল হোসেন, রাসেল আলী, প্রচার দলের সহ দপ্তর সম্পাদক রিফাত হোসেন রবিনসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেফাউর রহমান রাজু হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করে আর্থিক সহায়তা তুলে দেন।