
শেখ হাসিনা সরকার পতনের দিন অর্থাৎ গত ৫ই আগস্ট নোয়াখালীর সোনাইমুড়ীতে ছাত্রজনতার বিজয় মিছিলে হামলা চালিয়ে শিক্ষার্থী মো.আসিফ হত্যার এজাহার নামীয় আসামি জহির উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত জহির নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার নোয়াখালী জেলার মাইজদী বাজার এলাকা হতে র্যাব-১১,সিপিসি-৩ এর একটি দল তাকে গ্রেফতার করে।
শুক্রবার (৪ অক্টোবর ) রাতে র্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানী কমান্ডার মো.গোলাম মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,আজ রাত ৯ টায় নোয়াখালী জেলার মাইজদী বাজার টোকিও ফুড এর সামনে হতে সোনাইমুড়ী থানার শিক্ষার্থী মো.আসিফ হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ও নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে