
আজ ০৪/১১/২৩ শনিবার সকাল ১০ :০০ ঘটিকায় ” সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এর মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।এরপর এক বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মধুখালী বাজার হয়ে উপজেলায় ফেরত আসে।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক এর সভাপতিত্বে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা লাকী আক্তার, অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, বি আর ডি বি কর্মকর্তা সুব্রত কুমার দত্ত,কৃষি কর্মকর্তা আলভীর রহমান, সহ: উপ: যুব উন্নয়ন কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সর্বশেষে সভাপতি তার বক্তব্যের মাধ্যমে আলোচনা সভাটি সমাপ্ত করেন।