
বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কমসুচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বোদা মহিলা মহাবিদ্যালয় কলেজ মাঠে পাথরাজ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে এটির উদ্বোধন করেন। বোদা পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আবু সাঈদ প্রমানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোদা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: মো. রহমতুল্লাহ, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান জাপান, যুগ্ম সাধারণ সম্পাদক মিশু ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাম মামুনুর রশিদ জীবন, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুল ইমন, সদস্য সচিব রাকিুবল আহসান রম্য প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাথরাজ কলেজ শাখা সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।