
মোরেলগঞ্জ (বাগেরহাট ) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও স্যাকমোর উপর হামলার প্রতিবাদে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অব্যাহত কর্ম বিরতী ও আউটডোর সেবা বন্ধ রেখেছে।বুধবার ২ অক্টোবর বেলা ১১ টার দিকে ৪/৫ জনের একটি দল হাসপাতালে
হামলা করে, এ হামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার চন্দন দাস আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি অবস্থায় আছেন। লাঞ্চিত করা হয়েছে দুজন মেডিকেল অফিসারদেরও। এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের হয়েছে।বৃহঃষ্পতিবার ৩ অক্টোবর বেলা ১০ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ-এইচ এবং এফপিও এর বিভিন্ন মিথ্যা অপপ্রচার এবং ইমারজেন্সিতে দায়িত্বরত চিকিৎসক ও স্যাকমোর উপর হামলার প্রতিবাদে আউটডোর সেবা বন্ধ ও অব্যাহত কর্মবিরতি ও মানববন্ধন চলাকালীন সময় উপস্থিত রোগী ও রোগীর একাধিক অভিভবকরা জানান আমরা অনেক
দুর দুরান্ত থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসছি। এখন এসে
দেখি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্ম বিরতি চলছে। এমতাবস্থায় আমরা
নিরুপায় হয়ে পড়েছি।মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত আরএমও ডাঃ শেখ নাদির উজ্জামান এর কাছে জানতে চাইলে বলেন, আসামীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের কর্ম-বিরতি অব্যাহত থাকবে। তবে চিকিৎসা সেবার জরুরী বিভাগ ও আন্তঃবিভাগ চালু থাকবে। তিনি আরও বলেন, চিকিৎসা সেবা যাতে করে ব্যাহত না হয় সে ব্যাপারে পুলিশ প্রশাসন ও জেলা
সিভিল সার্জন স্যারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে। এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ শামসুদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা রেকর্ড হয়েছে । আসামীদের দ্রুত গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। যাহার মামলা নং- ২, তারিখ ২/১০/২৪।