
আমতলী(বরগুনা)প্রতিনিধি : বরগুনার আমতলীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়” মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪” সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ সচেতনতামূলক সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় চাওড়া বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্যঅধিদপ্তরের উপ পরিচাল নৃপৃন্দ্রনাথ বিশ্বাস বিশেষ অতিথি ছিলেন,বরগুনা জেলা মৎস্যকর্মকর্তা মো. মহসিন, উপজেলা
সহকারী কমিশনার ভুমি তারেক হাসান, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান প্রমুখ।সভায় উপজেলা টা·ফোর্ট কমিটির সহযোগীতায় মা ইলিশ সংরক্ষনকালীন সময়ে বেকার ইলিশ জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসেবে বকনা বাছুর বিতরনসহ ভিজিএফচাল দিয়ে সহায়তা প্রদান করা হয় । মা ইলিশ সংরক্ষণ কালীন সময়ে জেলেদের সাগরে নদীতে মাছ না ধরার জন্য অনুরোধ করেন।আমতলী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তন্ময় কুমার দাসের সঞ্চনালয়ে সচেতনতা সভায় ইলিশজেলেসহ জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।