
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খাঁন ইউনিয়নে এলাকার প্রবীণদের নিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার ৩নং খাঁনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে কারিতাস দিনাজপুর অঞ্চলের বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প এসডিডিবি’র আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা প্রবীণ ও প্রতিবন্ধী কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন, খানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফাজামান, কারিতাস দিনাজপুর অঞ্চলের মাঠ কর্মকর্তা সেফানিয়েল সরেন, উপজেলা প্রবীণ ও প্রতিবন্ধী কমিটির সাধারণ সম্পাদক নওশাদ আলী, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম, ইউপি সদস্য তফির উদ্দিন, আজিজুল ইসলাম ও নগেন্দ্র নাথ পাহান এবং কারিতাসের ভলেন্টিয়ার অঞ্জলী হাঁসদা প্রমূখ। একই অনুষ্ঠানে কারিতাসের পক্ষ থেকে ১৩ জনকে প্রশিক্ষণ সহায়তা ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।