
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে জাতীয় কন্যা শিশু দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিরামপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক র্কমর্কতার আয়োজনে বিরামপুর র্নিবাহী অফিসার(ইউএনও) নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি নাজিয়া নওরিন, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, প্রাথমিক শিক্ষা র্কমর্কতা রুনা লায়লা, একাডেমীক সুপার ভাইজান আব্দুস
সালাম, উপজেলা মহিলা বিষয়ক র্কমর্কতা, মহিলা নুসরাত জাহানের, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর প্রেসক্লাবের আহব্বায়ক শাহ আলম মন্ডল প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের র্কমর্কতা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানের সভাপতি বিরামপুর র্নিবাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনিম আওন বলেন, কন্যা শিশুদের আগামী দিনের উজ্জল ভবিষ্য এবং নিরাপদের জন্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক দের বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্য । তাই শিশুকে মানুষের মত মানুষ করে গডে় তুলতে হবে তাদের প্রতি কোন সময় অবহেলা করবেন না।