ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার

তানোরে বাড়ির সিমানা প্রাচীর ভাংচুরের ঘটনায় আদালতে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধবা নারী

রাজশাহীর তানোরে বাড়ির ইটের সিমানা প্রাচীর ভাংচুর ও বিধবা নারীকে মারপিটের ঘটনায় আদালতে মামলা করায় বাড়িতে আগুন দিয়ে বিধনা নারী ও তার ছেলেকে পুড়িয়ে মারার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। ফলে আদারতে মামলা করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধবা ওই নারী ও তার নাবারক ছেলে। ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার গোকুল মহল্লায়।

অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার গোকুল মহল্লার ময়েজ উদ্দিনের কন্যা মৃত আবুল কাশেমের বিধবা স্ত্রী সামিমা বেগম ও তার নাবারক ছেলে আব্দুল মেরাজ গোকুল মৌজায় জে-এল নাম্বার ১৫৪, আরএস খতিয়ান ২১৬, প্রস্তাবিত খতিয়ান নাম্বার ৬১০, ০.৪৪০০একরের কাত ০.২২৯৯একরের কাত ০.১২৯৮একর জমি ক্রয় করেন যাহার হোল্ডিং নাম্বার ৬০৪।

গত ২ বছর আগে ওই জমিতে পাকা বিল্ডিং বাড়ি নির্মান ও বাড়ির সামনে ইটের সিমানা প্রচাীর (বাউন্ডারি) নির্মান ও বাঁশের বেড়া ও তারকাটার বেড়া দিয়ে ঘিরে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন। এঅবস্থায় গত ৬ই আগষ্ট ২০২৪ইং তারিখ সকার ১০টার দিকে একই মহল্লার মৃত তৈয়ব আলীর পুত্র রেজু (৪৫) ও একই মহল্লার মৃত বায়ার স্ত্রী রেহেনা বেগম (৪০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন এসে সামিমার বাড়ির সামনের ইটের দেয়াল ও বাঁশের বেড়া ও তার কাটার বেড়া ভাংচুর করে। এসময় বাঁধা দিতে গেলে সামিমা ও তার ছেলেকে মারপিট করে।

এঘটনায় গত ৫ সেপ্টেম্বর ওই বিধবা নারী সামিমা বাদি হয়ে আদালতে ৫ কটি মামলা দায়ের করেন। গত ২০ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে আদালত থেকে একজন এসে বাদিকে জানায় যে তার দায়ের করা মামলা তদন্তের জন্য আদালত থেকে লোক আসবে বলে চরে যাওয়ার পরপরই মৃত বায়ার স্ত্রী রেহেনা বেগম ও তার কন্যা সিমা খাতুনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন এসে বিধবা সামিমা বেগম ও তার ছেলেকে বিভিন্ন প্রকার গালাগালিসহ মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার হুমকি প্রদান করে। এসময় ৯৯৯ নাম্বারে ফোন দিলে তারা পালিয়ে যায়।

এঘটনার পরদিন গত ২১সেপ্টেম্বর সামিমা বেগম বাদি হয়ে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু তানোর থানা পুলিশ ঘটনাস্থলে না যাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই বিধবা নারী ও তার ছেলে।

এব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য এসআই আতিকুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই আতিকুর রহমান বলেন, (আগামীকাল) আজ সোমবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ