
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ আসার পথে ফুলতলী বিওপির বিজিবি জোয়ানরা বাচুরসহ ২টি মহিষ জব্দ করেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী বিওপির হাবিলদার মোঃ জামাল হোসেনের নেতৃত্বে টহল দল বিওপির উত্তর-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিক বিহীন অবৈধভাবে বাংলাদেশ আসার সময় এ ২টি বার্মিজ মহিষ জব্দ করতে সক্ষম হন। জব্দকৃত মহিষ ২ টি ব্যাটালিয়ন সদরে প্রেরণের কথা রয়েছে।
বিজিবি সূত্রে জানান,অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল সাহল আহমেদ নোবেল এর দিকনির্দেশনায় বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র উদ্ধার সন্ত্রাসী,
মাদকদ্রব্য,চোরাচালান প্রতিরোধে শুরু থেকে ভূমিকা পালন করে আসছে। এরই ধারা মহিষ ২টি জব্দ করা হয়। তবে বিজিবির অভিযান চলমান আছে থাকবে।