
কুমিল্লার বুড়িচংএর নিমসার বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডে এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত( ডিএনসি)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডিএনসি-কুমিল্লার মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুইজন কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পৃথক নিয়মিত মামলা দায়ের।
আটককৃতরা হলো,মোসা.মোকলিমা আক্তার(২৫) ও মো. আব সাইদ (৪১)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা ডিএনসি উপপরিচালক ইমরুল হোসেন এ তথ্য জানান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএনসি-র অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।
তিনি আরও জানান,আইনগত ব্যবস্থাঃ ১ নং আসামীর বিরুদ্ধে সহকারী পরিচালক কাজী দিদারুল আলম এবং ২ নং আসামীর বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
ডিআই/এসকে