
রাজশাহীর তানোরে অজ্ঞাত নামা এক ব্যাক্তির লাশ (৪২) উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার আগ মুহুত্তে তানোর শিবনদীর বিলকুমারী বিলের ধানতৈড় গ্রামের নিচে বিলের পানিতে এলাকাবাসি লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। কিন্তু ওই লাশের কোন নাম ঠিকানা বলতে পারেনি কেউ। লাশটি পরনে শুধু লুঙ্গি পরিহিত ছিলো। গায়ে কোন কিছু ছিলোনা।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, শিবনদীর তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের নিচে বিলের পানি থেকে প্রায় ৪২ বছরের অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় রাখা
হয়েছে। নাম ঠিকানা পাওয়া যায়নি। এঘটনায় তানোর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।