
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি:-রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এঁর পিতা স্নেহ লাল দেওয়ান এঁর দাহক্রীয়া পারিবারিকভাবে সম্পন্ন করা হয়েছে।
সোমবার(১৩ নভেম্বর) বেলা ২ঃ০০ ঘটিকায় পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি আর্য্যলঙ্কার মহাথের ও ভিক্ষু সংঘের উপস্থিতিতে নিজ বাসভবন প্রাঙ্গণে পঞ্চশীল গ্রহণ, স্মৃতিচারণ,সৎগতি কামনা মধ্যে দিয়ে সম্পন্ন করা হয়েছে।
এতে স্নেহলালকে শেষ বিদায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুঁটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাথোয়াই মার্মা,সাবেক ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা,সাবেক ২ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমরজীব চাকমা ও চন্দ্র লাল দেওয়ান এবং অসংখ্য বন্ধু-বান্ধব ও আত্মীয় বর্গ।
উল্লেখ্য যে, গতকাল তার শরীর হঠাৎ অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।তাঁর ডায়াবেটিস ছিলো বলে জানা যায়। মৃত্যু কালে বয়স ছিল ৭২ বছর।