
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আফরোজা তুলি, জান্নাতুল ফেরদৌস রশ্নি, মুইনউদ্দিন, শাহরিয়ার আমীন সাগর, মাহিন, শাহরিয়ার আহমেদ শিশির, অমিতাভ গুহ শুভ, রাজুসহ অন্যান্য শিক্ষার্থীরা। এসময় সঞ্চালনা করেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী জাবিদ।
বক্তারা তোফাজ্জল হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, ”যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা ছাত্র হতে পারে না। আর কখনও যেন এরকম ঘটনা না ঘটে এজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। আইন কেউ যেন নিজ হাতে না নিতে পারে সে ব্যবস্থা করতে হবে।”