
মোরেলগঞ্জের ইসলামী আন্দোলন বারইখালী ইউনিয়ন শাখার আয়োজনে বারইখালী উত্তরসূতালডী হাফেজ সাহেবের মাদ্রাসা বাজারে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২২ সেপ্টেম্বর বিকেলে স্বৈরাচার পতন পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবী এবং ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় নিহতদের মাগফিরাত কামনায় মোহাম্মদ তরিকুল ইসলাম এর সঞ্চালনায় ইসলামী আন্দোলন বারইখালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা গোলাম আহাদ জোমাদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সহ-সভাপতি ও ইসলামী আন্দোলন মোড়লগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলাম ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা ওমর ফারুক বিন নূরী, মাস্টার আব্দুল মান্নান জোমাদ্দার, মাওলানা মোঃ আসাদুল্লাহ, ক্বারী মুহাম্মাদ শাহজাহান আলী, হাফেজ মাওলানা মইনুদ্দিন হিরু, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ