
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর রবিবার রাতে স্থানীয় আশুগঞ্জ বাজার এলাকার পোড়াগুদামে আশুগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজি মোঃ শাহজাহান সিরাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলমগীর খাঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন জয়, উপজেলা বিএনপির সহ যুগ্ন সম্পাদক আবু আবদুল্লাহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোবারক মুন্সী , উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সালাম সারোয়ার,আশুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সামসুল হক.আশুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রুহুল মাহমুদ।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির, লালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তফসিরুল ইসলাম তফসির,ফারুক সরকার,আমজাদ,সামসুল আলম,উপজেলা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বপন ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীবৃন্দ।মতবিনিময় সভায় বক্তকরা বলেনবিএনপির দূর্দিনে যারা সব সময় পাশে ছিলেন,যারা মামলা-হামলার পরেও বিএনপি বা তার অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন,আগামী দিনে তারাই বিএনপির অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ত থাকবেন। হুট করে কোন আগাছা দলে ভিড়ার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। বক্তারা আরো বলেন, বিএনপির আগামীর কর্ণধার দেশরত্ব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা সামনের দিকে এগিয়ে যাব।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির জহির সরকার,খায়ের মোল্লা, হানিফ,ছাড়া ও যুবদলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের লোকজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।মতবিনিময় সভাটি পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন মোঃ আরজু মিয়া।