
পঞ্চগড়ে’র বোদা উপজেলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২০- সেপ্টেম্বর) ২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০মিনিটে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ বোদা উপজেলাধীন বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াপাড়া নামক স্থান হতে তাদের আটক করা হয়। আটক ০২ জন বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল কর্তৃক আটক করা হয়। আটককৃত দুজন হলেন, জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের বলরামপুর এলাকার মহেন্দ্রনাথ এর ছেলে কৃষ্ণ চন্দ্র রায় (২০), পিতা-মজিন্দ্র নাথ, এবং বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের গোপাল চন্দ্র রায় এর ছেলে দীপ্ত রায় (১৮)। আটক দুজনকেই বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিজিবি এর পক্ষ থেকে জানানো হয়েছে, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং অনুপ্রবেশকারীদের আটকের কার্যক্রম অব্যাহত রয়েছে যা ভবিষ্যতে আরও বেগবান হবে। অবৈধ অনুপ্রবেশ না করার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।