
গাইবান্ধার সুন্দরগঞ্জে কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ কক্ষে ইএসডিও’র স্বপ্ন প্রকল্প -২ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিষদের প্যানেল চেয়ারম্যান তাজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ আসাদুল ইসলাম আসাদ, ইউপি সচিব পরেশ চন্দ্র চৌহান। উপস্থিত ছিলেন ইউও নাসিমা আক্তার, সহ: সচিব স্বপন কুমার, জান্নাতি বেগম,ফজলে রাব্বী মন্ডল,নুরুন্নবী,বদশা, জোসনা,বানেছা,সুফিয়া, নুর মোহাম্মদ, প্রমোদ কুমার,উপসহকারি কৃষিকর্মকর্তা হিমাংশু কুমার মিলন, কবি ও সাংবাদিক সাইফুল আকন্দ সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জেন্ডার বৈষম্য, সংবেদনশীল ও ঝুঁকি হ্রাসকরণ, জলবায়ু পরিবর্তন, সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ মনিটরিং (ইউডিএমসি), ইউনিয়ন পরিষদকে প্লাস্টিক দূষণমুক্ত করার জন্য ইউডিএমসি’র ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।