
প্রকল্পে নিয়োগ প্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ( উপবৃত্তি প্রদান) কর্মচারী ও কর্মকর্তা কর্তৃক ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.ঢাকা শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।১৮ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা বৃন্দদের আয়োজনে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে এসময় পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল’র সভাপতিত্বে ও একই স্কুলের শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সবুজ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শওকত হোসেন।
এ মানববন্ধনে এসময় পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুর্শিদাই রাইহান ও পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল আক্তার সহ পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ উচ্চবিদ্যালয়ের অনেক শিক্ষক / শিক্ষিকা বৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধন চলাকালে শিক্ষকবৃন্দ বক্তারা বলেন, ২০১৫ সালের পূর্বের সকল শিক্ষকদের বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অবিলম্বে প্রদান করতে হবে,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের শূন্য পদ সমূহে নীতিমালা/ বিধি অনুসারে শীঘ্রই পদোন্নতি প্রদান করতে হবে, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক শূন্য পদোন্নতি ত্বরান্বিত করতে হবে এবং চলতি দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে গেজেট প্রকাশ করতে হবে, চাকরি স্থায়ী করনসহ ২০১০ ও ১১ ব্যাচের শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে অতিশীঘ্রই পদন্নোতি দিতে হবে, মাধ্যমিকের সকল প্রশাসনিক পদে শিক্ষকদের নিয়োগ দিতে হবে এবং অশিক্ষিত কিংবা প্রকল্পের কোন লোক শিক্ষক সমাজ মেনে নিবেনা।
এ মানববন্ধন চলাকালে শিক্ষক বৃন্দ বক্তারা আরও বলেন, ১৭ সেপ্টেম্বর ঢাকাস্থ শিক্ষা ভবনে শিক্ষকদের উপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন ও কর্মবিরতির হুমকি দেন শিক্ষকরা।