
পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে ‘দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ’ এর মির্জাগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মো. আতিকুল ইসলামের (৩৬) উপর হামলার অভিযোগ উঠেছে।
রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী নিজে বাদি হয়ে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মির্জাগঞ্জ ইউনিয়নের আজিজ হাওলাদারের ছেলে মোসলেম হাওলাদার (৫২) ও হারুন হাওলাদারকে (৪০) বিবাদী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় আতিকুল ইসলাম তাদের ভোগ দখলীয় জমিতে চাষাবাদ করে বাড়ীতে আসে। পরে সেখানে মোসলেম হাওলাদার ও হারুন হাওলাদার এসে আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালমন্দ করে। এতে আতিকুল ইসলাম প্রতিবাদ করলে তার নাক, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি মেরে জখম করে। এসময় আতিকুল ইসলামের ডাক-চিৎকার স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে।
এব্যাপারে মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।