
রাজশাহীর বাগমারা উপজেলায় বাগমারা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, দপ্তর সম্পাদক আকবর আলী, কপিরাইট সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স এবং নির্বাহী সদস্য জিল্লুর রহমান দুখু।
উক্ত সভায় প্রেসক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে বাগমারা প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন উপলক্ষে আগামী ৫ অক্টোবর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।