
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক পরিষদের উদ্দেগে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হল রুমে শিক্ষক ও ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার খামারপত্র নবীশ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক জনাব মো: ফেরদৌস হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ভূরুঙ্গামারী সরকারী কলেজের অধ্যক্ষ জনাব মো: আজিজুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামাতে ইসলামি উপজেলা আমির মো: আনোয়ার হোসেন, আদর্শ শিক্ষক পরিষদের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি ইমরান বিন সোলাইমান, সভাপতি জেলা শিক্ষা ও সংকৃতি বিভাগ জনাব রুহুল আমিন। আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ওলামায় কেরাম বক্তব্য রাখেন।