
পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩- সেপ্টেম্বর) বিকেলে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন মোঃ সারজিস আলম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। এস আই শাহিন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি, রাকিব রানা মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। তরিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। আবু সাঈদ লিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। ফজলে রাব্বি প্রধান সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়।মোকাদ্দেসুর রহমান সান সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়। এসময় বক্তারা বলেন পঞ্চগড়ে’র মানুষ নানাভাবে বৈষম্যের শিকার। সকল বৈষম্য দুর করার জন্য সকলকে একাত্ম থাকতে হবে। এছাড়াও পঞ্চগড়ের তরুন প্রজন্ম আগামীতে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। অন্যান্য বক্তারা বলেন, দেশের জনগন এখনও পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করেনি মর্মে উল্লেখ করে টেন্ডারবাজি, চাঁদাবাজির বিরুদ্ধে সকলকে আরও সোচ্চার থাকার আহ্বান জানান। এছাড়াও পঞ্চগড় জেলায় চা সিন্ডিকেট, জেলায় আধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিল্প ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট আহ্বান জানানো হয়।